মমতাজের জন্য সম্রাট শাহজাহানের তাজমহল তৈরির কথা তিনি জানেন কিনা সন্দেহ। কিন্তু ভালবাসার জন্য ভারতীয় শাহেনশা যে কীর্তি রেখেছিলেন তা থেকে কম যায় আর্জেন্টিনার পেদ্রো মার্টিন ইউরেতা। মৃত স্ত্রীর জন্য তৈরি করেছেন ভালোবাসার এক আশ্চর্য বাগান। ৭ হাজার দেবদারু ও ইউক্যালিপ্টাস গাছ দিয়ে তৈরি এই বাগানের আকৃতি গিটারের মতো।
৭ দশকের এই প্রেমকাহিনীর নায়িকা গ্রাসিলা। প্রথম দেখাতেই যার প্রেমে পড়ে গিয়েছিলেন পেদ্রো। সব ঠিক ছিল। কিন্তু, ৭৭ সালে পেদ্রোর পঞ্চম সন্তানের জন্ম দিতে গিয়ে সেরিব্রাল স্ট্রোক হয়ে মৃত্যু হয় গ্রাসিয়ার। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫। গ্রাসিয়ার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন পেদ্রো। জীবন যেন শেষ হয়ে গিয়েছিল তার কাছে। হঠাৎ তার মনে পড়ে গ্রাসিয়ার এক সুপ্ত ইচ্ছার কথা। নিজের প্রিয় বাদ্যযন্ত্র গিটারের আকৃতির এক বাগান তৈরি করতে চেয়েছিলেন গ্রাসিয়া।
মনে পড়তেই যেন বাঁচার নতুন কারণ খুঁজে পান পেদ্রো। ১৯৭৯ সালে নিজের জমিতে শুরু করে দেন বাগান তৈরির কাজ। এ কাজে তাকে সাহায্য করেন ছেলেমেয়েরাও। সবাই মিলে তিলে তিলে তৈরি করেন ভালবাসার এই বাগান, শুধুমাত্র গ্রাসিয়ার জন্য।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৬/মাহবুব