ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভূত প্রেতের কারণে শত শত কৃষক আত্মহত্যা করেছে! সম্প্রতি মধ্যপ্রদেশের সিহর শহরে তিন জন আত্মহত্যার পর সেখানকার স্বরাষ্ট্র দপ্তর এমন যুক্তিই দেখিয়েছে। বিরোধী দল কংগ্রেসের এক নেতার প্রশ্নের উত্তরে অবশ্য স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।
২০১৪ থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রদেশে ৪১৮ জন কৃষক আত্মহত্যা করেছে। সরকারি দপ্তর এসব আত্মহত্যার প্রকৃত কারণ বের না করে বরং অলৌকিক ব্যাখ্যা দিচ্ছে বলে জানান বিরোধী দল কংগ্রেসের নেতা শৈলেন্দ্র প্যাটেল। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, ''প্রতিটি আত্মহত্যার পিছনের কারণ তাদের পরিবার থেকে যা বলা হয়েছে আমরা রিপোর্টে তা-ই উল্লেখ করেছি।''
মধ্যপ্রদেশে গত কয়েক বছরে প্রতিবারই ফসল নষ্ট হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে আত্মহত্যা করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/এস আহমেদ