মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে জাপটে ধরে ফেলেন মিকিলা কেলনার নামের এক বিকিনি পরিহিত সুইডিশ পুলিশ কর্মকর্তা। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার এক নারী সহকর্মী। খবর বিবিসির।
'আফটোনব্লাডেট' নামের স্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মিকিলা কেলনার বলেন, তিনি ওই চোরকে আটকের চেষ্টা করতেন, যদি তিনি উলঙ্গও থাকতেন।
এদিকে, ওই ঘটনার একটি দৃশ্য মিসেস কেলনার তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর মাত্র দু'দিনে ছবিতে ৯ হাজারেরও বেশি লাইক পড়েছে।
গত বুধবার ঘটনাটি ঘটে সুইডেনের রাজধানীর স্টকহোমের রালাম্বশোব পার্কে। যেখানে ছুটিতে থাকা মিকিলা কেলনার তার বন্ধুদের সঙ্গে রৌদ্রস্নান করছিলেন।
যা ঘটেছিল ওইদিন:
কেলনার ভাষ্য, এক যুবক ওই পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কাগজপত্র তাদের রাখা ঝুঁড়ির ওপর ফেলে দেয়। এরপর সেগুলো সে কুড়িয়ে নেয়। কিন্তু পরক্ষণে তার এক বন্ধু দেখে যে কেলনার ফোনটা আর সেখানে পাওয়া যাচ্ছে। এরপর কোনো কিছু না ভেবেই ১৫ মিটার পথ দৌঁড়ে তার ওই যুবককে ধরে ফেলে। কিন্তু সে পালিয়ে যাওয়ার জন্য জোর চেষ্টা করে। কিন্তু তার ওই পুলিশ অভিসার হওয়ার কারণে তারা তাকে আটকে রাখতে সক্ষম হয়। অতঃপর তারা মোবাইলটি উদ্ধারের পর ওই চোরটিকে নিকতস্থ থানায় সোপর্দ করে।
ছবিটি প্রকাশের বিষয়ে পুলিশ কর্মকর্তা দাবি করেন, প্রতিদিনই এমন চুরির ঘটনা ঘটে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। চোরেরা কি ধরণের ধূর্ত হয়ে থাকে, আমি মূলত সে ব্যাপারে সকলকে সচেতনতা করতেই ছবিটি পোস্ট করেছি।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব