একটি শপিং মল। আর সেখানেই রয়েছে ওপর-নিচে ওঠা নামার জন্য এস্কেলেটর। প্রতিদিনই কয়েক হাজার মানুষ সেখানে ওঠা নামা করেন। কেনাকাটা বা ঘুরতেও আসেন। কিন্তু এমন ঘটনা আগে কোন দিন ঘটতে দেখা যায়নি সেখানে।
সময়টা দুপুর বেলা। প্রতিদিনের মতই ভিড় ছিল মলটিতে। সকলেই এস্কেলেটর দিয়ে ওঠা নামা করছিলেন। তিনিও এসেছিলেন নিজের ছোট্টো শিশুটিকে সঙ্গে নিয়ে। কেনাকাটির পর বাড়ি ফেরার পালা। তখনও কি জানতেন এই ঘটনা ঘটতে পারে? জানা তো দূরের কথা, ভাবতেও হয়তো পারেননি তিনি। তবুও সবার সামনেই ঘটে গেল সেই ঘটনা। প্যারামবুলেটরে করে সন্তানকে নিয়ে উঠলেন এস্কেলেটরে। আর তারপরই হাত থেকে ছুটে গেল সন্তানসহ প্যারমবুলেটরটি। ছিকটে গিয়ে নিচে পড়ল শিশু। তারপর বাকিটা ভিডিওতে দেখে নিন-
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-২০