রাতের বেলা চীনের একটি হাসপাতালে এক নারীর মৃতদেহ শায়িত ছিল হাসপাতালেরই বিছানায়। আর ওই হাসপাতালেরই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এই 'চাঞ্চল্যকর' ব্যাপারটা।
ভিডিওতে দেখা যাচ্ছে যে মৃতদেহ থেকে একটা ছায়ার মত আবছা অবয়ব উঠে বেড়িয়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে মৃতদেহ ছেড়ে উড়ে যাচ্ছে।
শোনা যাচ্ছে এটা নাকি ২০১৪ সালের ঘটনা। তবে চীনের কোন হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে সেটা জানা যায়নি। সে যাই হোক এই ধরনের একটা ভিডিও দেখে অনেকেই আতকে উঠেছেন। সিসিটিভি ফুটেজকেইতো আজকাল প্রমান হিসাবে ধরা হয়, তাই দেখে নিন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-০১