৫০ বছর পূর্ণ হওয়ায় যেখানে বেশিরভাগ মানুষ খাওয়া-দাওয়া কমিয়ে ওষুধ নিয়মিত খাওয়ার অভ্যাসকে গুরুত্ব দেন। সেখানে মিলিন্দ সোমন এক অনন্য নজির সৃষ্টি করেছেন। ৫০ বছর পূর্ণ করার পর জুরিখে গিয়ে আয়রনম্যান চ্যালেঞ্জ নিয়ে ৩.৮ কিমি সাঁতার, ১৮০ কিমি সাইকেল চালানো এবং ৪২.২ কিমি দৌড়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি।
এ বার তিনি ভারতে প্রথম মাল্টি সিটি আলট্রা ম্যারাথনে অংশ নিচ্ছেন। অবশ্য অংশ নিচ্ছেন বললে খানিকটা ভুল হবে। কারণ এখানে মিলিন্দ ছাড়া আর কেউ অংশ নিচ্ছেন না। আমদাবাদ থেকে সিলভাসা হয়ে মুম্বাই পর্যন্ত তিনি দৌড়ে অতিক্রম করছেন। যার মোট দূরত্ব ৫৭০ কিলোমিটার। আর এই গোটা দূরত্ব তিনি খালি পায়ে দৌড়ে পেরোবেন তিনি।
গত ২৬ জুলাই তিনি আমদাবাদ থেকে দৌড় শুরু করেছেন। প্রথম দিনে ৬৭ কিলোমিটার অতিক্রম করে আনন্দে পৌঁছান। দ্বিতীয় দিন সেখান থেকে শুরু করে অত্যন্ত আর্দ্র আবহাওয়ায় ৬২ কিলোমিটার দৌড়ান। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ অাগস্ট তিনি মুম্বাই পৌঁছাবেন।
নিজের ফেসবুক পেজে এই দৌড়ানোর ভিডিও আপলোড করেছেন তিনি। তাকে দেখে মনে হচ্ছে শহরের কোন বাসিন্দা রাস্তায় জগিংয়ে বেরিয়েছেন। খালি পায়ে দৌড়াচ্ছেন বলে তার মুখে সামান্য উদ্বেগও ধরা পড়েনি। মনে হচ্ছে তিনি যেন বেশ আনন্দের সঙ্গেই দৌড়াচ্ছেন। দেখুন সেই ভিডিও-
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-০৮