হিল ট্রাকিং করতে গিয়েই পরিচয় হয় তাদের। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত। তবে বিয়েটা একটু অন্য রকমভাবে করতে চেয়েছিলেন অ্যাডভেঞ্চার প্রিয় এই যুগল। তারা যেভাবে বিয়েটা করলেন তা সত্যিই অসাধারণ। ভূপৃষ্ঠ থেকে ৯০ মিটার উপরে ঝুলতে ঝুলতে সম্পন্ন হল তাদের শুভ পরিণয়।
ভারতের কোলাপুরের বাসিন্দা জেহদির ও রেশমা। অকল্পনীয়ভাবে জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ দিনটাকে স্মরণীয় করে রাখলেন তারা। বিশাল খাদের উপরে একটি রোপওয়ের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় তারা মালাবদল করলেন। রীতিমতো শাড়ি-ধুতি পরা অসম সাহসী এই বর-কনেকে তখন অনেকটা নীচ থেকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন বিয়ের আসরে উপস্থিত আমন্ত্রিতরা। আর বিয়ের আচার পালনের যাবতীয় খুঁটিনাটি মুহূর্তের ধারাভাষ্য দিয়ে চলেছেন একজন। এক কথায় অবিশ্বাস্য, অনবদ্য আয়োজন।
বিয়ের সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয় বেশ কয়েকজনকে। তবে, সেসব তখন মাথায় নেই জেহদি ও রেশমার। প্রবল ঝুঁকিপূর্ণ অবস্থাতেও তারা তখন ব্যস্ত আবেগঘন শুভদৃষ্টিতে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/০২ আগষ্ট ২০১৬/হিমেল-১০