'বাঙালি পর্যটকেরা পাহাড়ে ভুলেও মাঙ্কি ক্যাপ পরে ঘুরবেন না। চোখে পড়লে ক্যাপ এবং মাঙ্কি— উভয়কেই পুড়িয়ে দেওয়া হবে' এরকম লেখা বেশ কয়েকটি প্রচারপত্র ছড়িয়ে পড়েছে 'সংবাজ অ্যাসোসিয়েশনে'র নামে প্রকাশিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং শ্রীনগরে।
কাশ্মীরে পাথর ছোড়া আন্দোলনকারীরাই এই সংগঠনের সদস্য। তবে তাদের দাবি, সংগঠনের পক্ষ থেকে এমন কোন প্রচারপত্র বিলি করা হয়নি। পুলিশই তাদের বদনাম করতে এ কাজ করেছে।
এরআগে মেয়েদের স্কুটি চড়তে দেখলে পুড়িয়ে দেওয়া হবে 'সংবাজ অ্যাসোসিয়েশনে'র নাম দিয়ে এই হুমকি সংবলিত পোস্টার দিনকয়েক আগে শ্রীনগরে দেখা যায়। ওই হুমকি তারা দিয়েছিল কি না, সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি।
'আজাদ কাশ্মীরের পক্ষে সমর্থন চাওয়ার পাশাপাশি একটি প্রচারপত্রে লেখা হয়েছে, 'সেনা জওয়ানেরা সব সময় পোশাকের সঙ্গে রং মিলিয়ে অন্তর্বাস পরবেন। ভুল করলে পুড়িয়ে মারা হবে। আর যদি অন্তর্বাসই না পরেন, তাহলে তো মৃত্যু নিশ্চিত'। আরেকটিতে লেখা, ‘মূলত খারাপ কবিরাই অন্তমিলহীন কবিতা লেখেন। এমন কোনও কবি ভূস্বর্গে থাকলে তাকে এবং তার কবিতা পোড়ানো হবে।’ আবার অন্য একটিতে লেখা হয়েছে, ‘কেউ হলুদ-সবুজ পোশাক পরবেন না। অনেকটা দিল্লির সরকারি বাসের মতো দেখায়। চোখে পড়লেই পুড়িয়ে মারা হবে’।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন