বিশাল অাকৃতির একটি বাস। তার নিচ দিয়ে অনায়াসে বের হয়ে যাচ্ছে প্রাইভেট কার। কিছুদিন আগে এমনই এক পরিকল্পনার কথা প্রকাশ করেছিল চিন। সেই অনুযায়ী নির্মিত একটি বাস দেশটির রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। খবর ফক্স নিউজের।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া বাসটির নাম ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি-১)। ২৫ ফুট চওড়া ও ৭২ ফুট লম্বা এই বাসটি চলাচলে বাড়তি স্থান প্রয়োজন হয় না। রাস্তার দুই পাশে রেললাইন ধরনের লাইন বসানো হয়েছে বাসটি চলাচলের জন্য। নিজস্ব ট্রাফিক লাইট ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। তবে প্রথম পর্যায়ে বাসটির গতি প্রতি ঘণ্টায় ৩৭ মাইল রাখা হয়েছে।
বাসটির যাত্রী ধারণক্ষমতা ৩০০। আর ব্যস্ত সময়ে অফিসগামী যাত্রীদের নিয়ে যানজটের ওপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে বাসটি। চিনের কুইনহুয়াংডাও শহরে এ বাসটির পরীক্ষা করা হচ্ছে। সেখানে কম্পিউটারে মডেল তৈরির তিন মাসেরও কম সময়ে বাস্তবে তৈরি করা হয়েছে এ বাস। বলা হচ্ছে, ট্রাফিক জ্যাম ৩৫ শতাংশ কমাতে সক্ষম হবে এ বাস। এছাড়াও এ বাসের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল, ফ্রান্স, ভারত ও ইন্দোনেশিয়া।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ