পেশায় তিনি পাইলট হলেও শখ ফটোগ্রাফি। ঘণ্টার পর ঘণ্টা ধরে প্লেন ওড়ান, অাবার ফাঁকে ফাঁকে ছবিও তোলেন। কাজের চাপে তো আর শখটাকে জলাঞ্জলি দেওয়া যায় না। সুইডিশ পাইলটের মারিয়া পিটারসনের তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমন সব ছবি তিনি তুলেছেন, যা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়। কখনও ককপিটে বসে। কখনও প্লেনের চাকায়, আবার কখনও বা ককপিটের জানলা দিয়ে মুখ বাড়িয়ে।
অবশ্য নিজের ছবি তুলেই শখ মেটাননি সুন্দরী মারিয়া। ছবি তুলেছেন তাঁর ক্রু মেম্বারদেরও। ওইসব ছবিতে জীবন্ত হয়ে উঠেছে একজন পাইলটের জীবন। ফটোগ্রাফের পাশাপাশি মারিয়ার অসামান্য ফিটনেস নিয়ে চলছে তুমুল আলোচনা।
বিডি-প্রতিদিন/ ০৯ আগস্ট, ২০১৬/ আফরোজ