হিটলারকে চিরতরে স্তব্ধ করতে এক আশ্চার্য্য পরিকল্পনা করেছিল ব্রিটিশরা। অনেকে বলেন, এই পরিকল্পনা ছিল মূলত আমেরিকার। তবে পরিকল্পনা যারই হোক, এটা হয়েছিল। হিটলারের লিঙ্গ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে।
বেশ আকর্ষণীয় সেই পর্ব। কাজে লাগানো হয়েছিল ফিমেল সেক্স হরমোন। হিটলারের শিবিরে বহু গুপ্তচর ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সে তথ্য আজ আর অজানা নয়। সেই সব গুপ্তচরদের অনেকের কাজ ছিল হিটলারের খাবারে ইসট্রোজেন হরমোন মিশিয়ে দেওয়া। ব্রিটিশ গুপ্তচরদের অনেকেই হিটলারের আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তাদের কয়েকজনের আবার হিটলারের খাবার টেস্ট করে দেখার অধিকার ছিল। ব্রিটিশরা এই সুযোগটাই নিতে চেয়েছিল।
ইসট্রোজেন বেছে নেওয়ার কারণ হল ইসট্রোজেনের কোন স্বাদ ও গন্ধ নেই। ফলে খাবারে মেশাতে সুবিধা। খাবার হিটলারের কাছে পৌঁছনোর আগে একাধিকবার পরীক্ষা করে নেওয়া হত। কিন্তু ইসট্রোজেন মেশানো হলে, তা ধরা আক্ষরিক অর্থেই কঠিন। এ ছাড়া, ইসট্রোজেন কাজ করে অত্যন্ত ধীরে ধীরে। যদিও শেষ পর্যন্ত এই পরিকল্পনা সফল হয়নি।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-০৫