ভারতে দুই পাইলট মাদকাসক্ত অবস্থায় বিমান ওড়ানোর অভিযোগে ধরা পড়লেন এক সপ্তাহের মধ্যে। সাসপেন্ড হয়েছেন দু'জনই। কিন্তু এই ঘটনা সামনে আসায় প্রবল চাঞ্চল্যও ছড়িয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় সূত্রের খবর, জেট এয়ারওয়েজের একটি বিমান গত ৩ অগস্ট আবুধাবি থেকে চেন্নাইতে আসার পর, পাইলটকে পরীক্ষা করা হয়। সেই পোস্ট ফ্লাইট চেকিং-এ ধরা পড়ে, পাইলট মদপান করেছেন। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ ওই পাইলটকে ৪ বছরের জন্য সাসপেন্ড করেছে।
কিন্তু জেট এয়ারওয়েজের পাইলটের এমন কঠোর শাস্তির কথা শুনেও সম্ভবত অনেকের টনক নড়েনি। ১০ অগস্ট ফের একই ঘটনা ঘটিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। বিমান নিয়ে শারজাহ থেকে কোঝিকোড় এসেছিলেন ওই পাইলট। উড়ান কোঝিকোড়ে নামার পরে চেকিং হয়। স্পষ্ট হয়ে যায়, পাইলট মদপান করেছেন। ওই পাইলটকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
এই প্রথম বার বিমান অবতরণ করার পর অ্যালকোহল টেস্টে ধরা পড়লেন কোনও পাইলট। সাধারণত বিমান টেক-অফ করার আগে পাইলট ও অন্য বিমানকর্মীদের অ্যালকোহল টেস্ট হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এই দুই পাইলটের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ ছিল। উড়ান টেক-অফের আগে যে পরীক্ষা হয়, তাতে আগেও এই পাইলটরা ধরা পড়েছিলেন। এ বার বিমান অবতরণের পর চেকিং হতেই প্রমাণ হয়ে গিয়েছে, মদ খেয়ে বিমান ওড়াতেন তারা।
বিডি প্রতিদিন/ ১২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন