বিপন্ন প্রাণিদের রক্ষায় তারকাদের নগ্ন হয়ে আন্দোলনে শরিক হওয়া নতুন কিছু নয়। এবার লন্ডনের সাধারণ মানুষও যোগ দিয়েছেন এ নগ্ন আন্দোলনে। লন্ডন চিড়িয়াখানার আশপাশে তারা নগ্ন হয়ে, শরীরে বাঘের নকশা একে অংশ নিয়েছেন বাঘ-রক্ষা আন্দোলনের পদযাত্রায়।
আন্দোলনকারীদের গায়ে ছিল না কোনো পোশাক। বেশিরভাগ মানুষই নিজেদের শরীর অঙ্কিত করেছেন বাঘের নকশায়। বৃটিশ ট্যাবলয়েড দ্য সানের খবরে বলা হয়, জিওলজিক্যাল সোসাইটি ফর লন্ডনের 'স্ট্রেক ফর টাইগার্স' কর্মসূচিতে গত রাতে লন্ডনের অধিবাসীদের অনেকেই শামিল হয়েছেন নগ্ন শরীরে। বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বাঘের সুরক্ষার কারণেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই অংশ ছিল এই নগ্ন পদযাত্রা। তাতে নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে অংশ নিয়েছেন।
তবে নিরাপত্তা আর সামাজিক কারণে অনেকেই ব্যবহার করেছেন মুখোশ। পদযাত্রায় একই পরিবারের একাধিক সদস্যও অংশ নেন বলে জানান আয়োজকরা। এজন্য তারা মুখোশ পরাকে নিরাপদ মনে করেন। তবে সবাই যে অতটা সাহস দেখিয়েছেন তাও নয়। তারা নিজেদের শরীরে বাঘের নকশা আঁকলেও পোশাক পরে অংশ নিয়েছেন এতে। আবার কেউ নিম্নাঙ্গে কাপড় না রাখলেও গায়ে রেখেছিলেন ঢিলেঢালা আলখেল্লা। অনেকে নিম্নাঙ্গে পোশাক রাখলেও ঊর্ধ্বাঙ্গ রেখেছিলেন উন্মুক্ত।
কেবল পদযাত্রাই নয়, এই কর্মসূচির অংশ ছিল তহবিল সংগ্রহ। জিওলজিক্যাল সোসাইটির তহবিল সংগ্রহবিষয়ক পরিচালক জেমস রেন বলেন, কিছু কিছু বাঘকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু বনভূমিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখছি না। নগ্ন পদযাত্রায় অংশ নিয়ে লন্ডনবাসী বাঘ রক্ষার আন্দোলনের জন্য তহবিল সংগ্রহ করেছেন। এটা বিশ্বব্যাপী বাঘ নিয়ে কাজ করতে আমাদের সহায়তা করবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ