নির্জন রাস্তার ওপর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছেন ৩ পুলিশ সদস্য। হঠাৎ ওই পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারকে গতিরোধ করলেন তারা। এরপর তাড়াহুড়া করে গাড়িতে চালকের পাশের সিটে বসা তার প্রেমিকাকে টেনে-হিঁচড়ে বের করলেন। শুধু বের করলেন না, রাস্তায় পিচের উপর ফেলে গলা টিপে ধরলেন। অতঃপর গলা ধরে টানতে টানতে পুলিশের গাড়িটির পেছনে নিয়ে ফেললেন, আর সেখানেই হাঁটু গেঁড়ে বসে হীরার অাংটি নিয়ে অপেক্ষা করছে এক যুবক, সে আর কেউ নন ওই নারীর প্রেমিক ভ্লাড লুনগু।
বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তার প্রেমিক ভ্লাডই এই পরিকল্পনা এঁটেছেন বুঝতে পারার পরও অালেকজান্দ্রা নামের ওই নারীর কয়েক মুহূর্ত সময় লেগেছিল আতঙ্ক কাটিয়ে উঠতে। যখনও তার চোখে জল দেখা যাচ্ছিল।
এরপর কয়েক সেকেন্ড হাসিতে ফেটে পড়ার পর ভ্লাড জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে বিয়ে করবে? আলেকজান্দ্রা মাথা নাড়ান এবং শান্তভাবে 'হ্যাঁ' উত্তর দেন।
মধ্য রোমানিয়ার ব্রাসভে ঘটা অদ্ভুত এই বিয়ের প্রস্তাবকে ব্রিটেনের ডেইলি মেইল সবচেয়ে ভয়াঙ্কর বিয়ের প্রস্তাব বলে শিরোনাম করেছে।
সূত্র: ডেইলি মেইল
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব