বন্য প্রাণীদের সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা কেবল তাদের হিংস্র রূপটাই দেখি। তাদের হিংস্র বলেই ভাবি। কিন্তু তারাও যে কতটা দয়ালু কিংবা কর্তব্যপরায়ণ হয়, সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। মেক্সিকো সিটির চিড়িয়াখানার একটি ভিডিও আপনাদের সেই ধারণাই বদলে দেবে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সিংহ, সিংহী, বাঘ, চিতাদের সঙ্গে খেলা করছেন। বিশাল আকারের প্রাণীগুলোর সঙ্গে তার মেলামেশা দেখে মনে হচ্ছে না ওগুলি হিংস্র প্রাণী। তারা ওই ব্যক্তির সঙ্গে একেবারেই পোষ্যর মতো ব্যবহার করছে। শুধু তাই নয়, ওই ব্যক্তির দিকে হঠাৎই একটি চিতা তেড়ে আসে। আর সেই তেড়ে আসা চিতার আক্রমণের হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচায় কোন মানুষ নয়, বরং একটি বাঘ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-০২