ইংল্যান্ডের ম্যাসাচুসেটসে ৩১ বছর বয়সী শন মিলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ তাকে গ্রেফতারে অভিযানে নামে। তার বাসাও ঘেরাও করে। ওই সময় বাসায় অবস্থান করছিলেন মিলার। কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দিতে নিজেকে বৃদ্ধরূপে আবির্ভাব করেন মিলার। পুলিশও চোখের সামনে মিলারকে পেয়েও প্রথমে ধরতে পারেনি। কেননা তারা খুঁজছিল একজন ৩১ বছর বয়সী যুবককে।
কিন্তু বাসায় যাকে পাওয়া গেলে তিনি তো বৃদ্ধ। তাই প্রথম অবস্থায় ফিরে এলেন। কিন্তু পরে অধিকতর তদন্ত শেষে পুলিশ বুঝতে পারে যে ওই বৃদ্ধই আসলে মিলার। পরে তার মুখোশ উন্মোচন করে তাকে গ্রেফতারও করা হয়। ইংল্যান্ডের ম্যাসাচুসেটসের ইয়ারমাউথ পুলিশ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিএনএনের।
পুলিশ জানায়, ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হলে আমরা আরও তদন্ত করে নিশ্চিত হই যে ওই বৃদ্ধই হলেন মিলার। পরে তাকে আটক করা হয়। এসময় দুটি অস্ত্র ও ৩০ হাজার ডলার জব্দ করা হয়। তাকে হিরোইন পাচারের অভিযোগে আটক করা হয়। গত এপ্রিল মাস থেকে তিনি পলাতক ছিলেন।
তবে মিলারের আইনজীবী জেমস ছিপলেট্টা জানিয়েছেন, তার মক্কেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। আগামী ৩১ আগস্ট মিলারকে বোস্টনের জেলা আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/হিমেল-০৭