পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ওষুধে কাজ না হওয়ায় ডাক্তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশন করতে গিয়েই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ৫ ঘণ্টার অপারেশনের পর তার পাকস্থলী থেকে বের হয় ৪০টি ছুরি। ঘটনাটি ঘটেছে ভারতের অমৃতসরে।
জানা গেছে, দু'মাস ধরে ৪০টি ছুরি খেয়েছিলেন ওই ব্যক্তি। চিকিৎসক জিতেন্দ্র মালহোত্রা বলেন, এরকম ঘটনা আগে কখনও দেখেননি। তবে অস্ত্রোপচার সফলভাবেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাঁচ জন চিকিত্সকের দল এই অস্ত্রোপচার করেন। আর ওই ব্যক্তি কী জানিয়েছেন? ছুরিগুলো খেতে তার ভালো লাগত বলে চিকিৎসকদের জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব