কুকুরের প্রভুভক্তির আরো একটি নজির পাওয়া গেছে ইতালিতে। ভূমিকম্পে সেখানকার আসকোলি পিসেনো শহরেনি হতদের রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। সেখানে নিহত স্বজনের কফিন ধরে কাঁদছিলেন প্রিয়জন। স্বজনের কফিনের পাশে চেয়ারে বসে কাঁদছিলেন প্রবীণরা। এক নারী তার স্বামীর কফিন দু’হাতে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ঠিক সে সময়ে সবার চোখ আটকে যায় অন্যত্র। একটি কুকুর শুয়ে আছে একটি কফিনের গা-ঘেঁষে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে।
অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মনিবের লাশের কাছ থেকে সরেনি কুকুরটি। এর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, স্বর্ণালী রঙের একটি কুকার স্প্যানিয়েল জাতের কুকুর একটি কফিনের গা-ঘেঁষে শুয়ে আছে। মাটিতে নুয়ে রেখেছে মাথা। তার চোখে অশ্রু। এতে ধারণা করা হয়, ওই কফিনে থাকা লাশটি তার মনিবের। মনিবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করতে সে সেখানে হাজির হয়েছে।
উল্লেখ্য, ইতালির আকুমলিতে ভূমিকম্পে নিহত ৩৫ ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে দেড় বছর বয়সী একটি শিশু ও ৯ বছর বয়সী একটি শিশু। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইতালির প্রেসিডেন্ট সার্গি মাত্তারেলা ও প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। এ সময় বিশপ গিওভান্নি ডি’এরকোলি লোকজনকে সাহস না হারানোর পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন