টিভির কিছু কিছু শো, আগ্রাসী করে তোলে। তাই মা অভিনেত্রী হলেও ছেলে অনুমতি পায় না টিভি দেখার। সম্প্রতি বলিউডের অভিনেত্রী শিল্পা জানিয়েছেন তার ছেলে ভিয়ানকে টিভি দেখতে দেন না তিনি। ছেলেকে টিভি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী।
তবে কিছুদিন হল মত পাল্টেছে শিল্পা। একটি চ্যানেলের ডান্স শো ‘সুপার ডান্সার’-এ বিচারকের আসনে আসছেন তিনি। শিল্পা জানিয়েছেন, “এই শো-টি দেখতে উৎসাহিত করবেন ছেলেকে”। নায়িকার কথায়, ৪-৫ বছরের সব বাচ্চারা অসম্ভব ভালো ডান্সার। বিভিন্ন ধরনের নাচ দেখার সুযোগ পাচ্ছি ওই শো-তে। যা আগে কখনও দেখিনি। ওদের বিচার করা কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই শো শেষ হওয়ার পর মনোবিদের কাছে যেতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হবে কচিকাঁচাদের রিয়েলিটি শো ‘সুপার ডান্সার’।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-১৭