ভারতের গুরগাঁওয়ে এক ঘরের খাটের নিচে হঠাৎ দেখা গেল এক চিতাবাঘ। আতঙ্কিত মানুষের চিৎকারে চিতাটি এক ঘর থেকে অন্য ঘরে ছুটতে থাকে। চিতা ঘরবন্দি করে ফেলে সেখানকার মানুষদের। মোবাইলে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ চিতা বাঘটিকে দেখতে ছুটে আসে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
তাতে সাহস পায় ঘরবন্দি মানুষ। বাঁশ, লাঠি, কুড়াল নিয়ে মানুষ চিতাটিকে ধরতে আসরে নামে। বাঁশ, ঢিল ছোঁড়া শুরু হয় চিতাটির দিকে। এদিকে, চিতাটিও বারবার খোঁচা খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষের দিকে তেড়ে পাঁচিলের ওপর উঠে যায় চিতাটি। তবে তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর চিতাটিকে মেরে ফেলে গ্রামবাসী।
প্রথমে জালে ধরার পর চিতাটিকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। এতে ৯ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। দুই ব্যক্তির হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন