তার মনের জোরের কাছে হার মানবে ছবির চিত্রনাট্যও। প্রতিনিয়ত স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন মৃত্যুর সাথে চোখে চোখ রেখে। ইতোমধ্যেই অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে দু’টি স্তনই। তবু মনের জোর হারাননি তিনি। সেই অবস্থাতেই ‘টপলেস’ মডেলিং করেছেন সাউথ ওয়েলসের তরুণী জে ইস্টউড। সোশ্যাল মিডিয়ায় জের ছবি এখন ভাইরাল হয়ে গেছে।
জে'র এই লড়াইকে সকলেই সম্মান জানাচ্ছেন। জে অবশ্য নির্বিকার। তিনি বলেছেন, ‘নারীর আসল সৌন্দর্য তার হৃদয়ে। অঙ্গহানি কারও সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন না।’ একইসঙ্গে তার উপলব্ধি, ‘অস্ত্রোপচারের পর নিজেকে দেখে পুরুষ মনে হয়েছিল। মাথায় একটাও চুল নেই। স্তন বাদ দেওয়ায় পুরুষদের মতো শারীরিক গঠন হয়ে গেছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’
তবে এই ধাক্কাটাই যে তাকে মডেলিং করার সাহস জুগিয়েছে, সেটা মেনে নিচ্ছেন জে। তিনি বলছেন, ‘আমার মনে হয়েছিল, এরকমটা হয় তো আরও সব রোগীর মনে হয়। তারা মানসিকভাবে ভেঙে পড়েন। আমি যদি কিছু ব্যতিক্রমী করতে পারি, তাহলে আমাকে দেখে তারাও অনুপ্রেরণা পাবেন। খোলামেলা ভাবে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলাম।’
জে'র এমন সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। সাহসী জে কে এখন ভাবা হচ্ছে অনুপ্রেরণার নতুন মুখ।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১