সুইডেনের ২৬ বছর বয়সী পিক্সি ফক্স নামের এক নারী 'বার্বি ডল' মতো হয়ে ওঠতে মোট ১০১ বার অস্ত্রোপচার করিয়েছেন। তবে এখনই তিনি থামতে চান না। ওই নারীর মতো আরও কয়েকবার অস্ত্রোপচার করালেই সত্যিকারের বার্বি ডল হয়ে উঠবেন তিনি।
বার্বি ডল হওয়ার নেশায় মাতলেও তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পরিবার। পিক্সির মায় আন্না-লিনারের মতো অস্ত্রোপচারের পর হয়তো দেখতো সুন্দর হয়েছে তবে এর আগে আরও বেশি সুন্দর ছিল সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এতো বেশি অস্ত্রোপচারের ধকল মেয়ে কাটিয়ে উঠতে পারবে কী না সেটা নিয়েও চিন্তিত তিনি।
সুইডেনের গাভেলের বাসিন্দা পিক্সি একটি কারখানায় ইলেক্ট্রিসিয়ানের কাজ করতেন। ওই এলাকার অধিকাংশ তরুণই পিক্সির 'সৌন্দর্যে' মোহিত। তাই পিক্সিকে এসব অস্ত্রোপচার করার অর্থ যোগাচ্ছেন। এ ভয়ঙ্কর কাজে ওই নারীকে উৎসাহ দিচ্ছে তার বোনও।
এত বেশি অস্ত্রোপচার করার পর ওই নারীর কোমর একেবারেই সরু হয়ে গেছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন তিনি। আরও বেশি বেশি অস্ত্রোপচার করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে সরু কোমরের নারী হিসেবে নাম লেখাতে চান পিক্সি ফক্স।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা