বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন এক যুবক। অবশ্য নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের পুনের রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্কে। বাঘের জন্য নির্ধারিত স্থানটির চারপাশে ঘেরা দেয়া ছিল।
চিড়িয়াখানার এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আচমকা বাঘের ঘেরা স্থানে ওয়াংখেড়ে নামের ২৫ বছর বয়সী যুবক ঝাঁপ দেয়। বাঘের খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বাঘের শরীর স্পর্শ করার চেষ্টাও করছিলেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতী বিদ্যাপিঠ থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ