সহজাত পক্রিয়ায় মানুষ স্বপ্ন দেখেন। যা তাকে কখনও শিহরিত করে আবার কখনও সেই স্বপ্নে ঘুম ভেঙে শরীর থেকে ঝরে ঘাম। দুঃস্বপ্ন। স্বপ্ন আর দুঃস্বপ্ন হাত ধরাধরি করেই তো বাস মানুষের। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, মানুষ ছাড়া অন্য কোন প্রাণী স্বপ্ন দেখে কিনা? যদি তাদের ঘুমে দুঃস্বপ্ন আসে তাহলে তাদের অভিব্যাক্তি কেমন হয়। কীভাবে তাদের শরীর প্রতিক্রিয়া করে? দেখুন নিচের ভিডিওতে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব