প্রায় বছর ৫৪ পর নভেম্বরে জাপানের রাজধানী বরফে ঢেকেছে। আর এ বরফের স্তরে স্তরে জমে আছে প্রায় ৫০০০ হাজার মৃত মাছ। দেখে মনে হচ্ছে কেউ যেন থরে থরে সাজিয়ে রেখেছে। আর সেই মাছ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
মূলত, বরফে জমে গেছে সেখানের একটি স্কেটিং রিং। এমনি সময়ে সেটি লেকই থাকত। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার পর বরফ জমতে শুরু করে। কিন্তু সেই লেকে থাকা মাছগুলোর তো পরিচয় নেই বরফের সঙ্গে। তাই এমন অস্বাভাবিক তাপমাত্রায় মারা যায় মাছগুলো। এরপর খুলে দেয়া হয় স্কেটিং রিংটি। বরফের উপর মরা মাছের সারি দেখতে ভিড় জমায় বহু মানুষ।
কিন্তু কর্তৃপক্ষর এই ভাবনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রাকৃতিক কারণে মাছগুলি মৃত হলেও, তা দেখতে মানুষের ভিড় জমানোয় উঠছে নানা প্রশ্ন। কেউ কেউ বলছেন, এমন একটা সময়ে কর্তৃপক্ষের দরজা খোলা উচিত হয়নি। তাছাড়া বহু শিশুও আসে রিংয়ে। সেক্ষেত্রে এটি বিরূপ প্রভাব ফেলতে পারে শিশুমনে। সমালোচনার মুখে পড়ে দরজা বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ