হঠাৎ কোটিপতি হয়ে গেছেন ভারতের বাঁকুড়ার কুচকুচিয়ার কৈলাস পতি। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে তিনি এমনটাই জেনেছেন। ব্যাংকে অ্যাকাউন্ট-ই ছিল না তার।
কৈলাস পতি নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে জানতে পারেন তার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর সেই অ্যাকাউন্টে রয়েছে প্রায় দু'কোটি টাকা। নোট বাতিলের জামানায় কী ভাবে অ্যাকাউন্ট হল আর কী ভাবেই এত টাকা ঢুকল তার তদন্ত চেয়েছে কৈলাস পতির পরিবার।
কৈলাস পতির মাসে হাজার পাঁচেক টাকা আয়। ভাঙাচোরা একটা বাড়ি আছে, তাই বাড়ি ভাড়া গুনতে হয় না। হাজার পাঁচেক টাকায় খাওয়া দাওয়া, চিকিৎসা, দুই সন্তানের লেখাপড়া সব। টাকা পয়সা জমানো সে সব তো স্বপ্নের কথা। অভাবের মাঝেই পড়া পড়শির কথা শুনে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে বাঁকুড়া স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান কৈলাসপতি আচার্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় ওই নামে আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে আর তাতে রয়েছে এক কোটি আশি লক্ষ টাকা।
তবে কোটিপতি হয়ে মোটেই সুখে নেই কৈলাসপতি। বলছেন তাদের মতন হারাধনদের জনধনে কালাধন কী করে এল, তদন্ত হওয়া দরকার।