প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে বাজাতে হবে জাতীয় সঙ্গীত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে এই নিয়ম ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে জারি আছে। এবার পর্নোগ্রাফি শুরু এবং শেষের সময় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পিটিশন দাখিল করতে যাচ্ছেন কিছু মানুষ। এই বিষয়ে ইতোমধ্যেই পিটিশনে স্বাক্ষর সংগ্রহ শুরু করে দেওয়া হয়েছে।
ভারতীয় যুব সমাজের একটা বড় অংশ প্রতিদিন মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখে থাকেন। তাই পর্নোগ্রাফি সাইটগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করে দেওয়ার আবেদন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
এটা চালু করা হলে পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তিদের মধ্যেও দেশাত্মবোধ গড়ে উঠবে বলে বিশ্বাস পিটিশন দাখিলকারীদের। তবে এই পিটিশন হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী করবেন সেটাই এখন দেখার বিষয়।
বিডি প্রতিদিন/ ১১ ডিসেম্বর ২০১৬/ একে