ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন ৩৯ বছর বয়সী ব্রেট গ্রিনফিল্ড এবং তার প্রেমিকা ২৯ বছরের মেগ আলেক্সান্ডার। ফ্লোরিডার নেপলসে দু'জন ছুটে গেলেন ব্যাচেলর পার্টির মজা নিতে। পরিবারের মানুষরাও ছিলেন তাদের উন্মাদনাকে আরেকটু উস্কে দিতে। সমুদ্র সৈকতে সবাই ফুটবল খেললেন। এর পর গ্রিনফিল্ড ঠিক করলেন কিছুক্ষণ সাঁতার কাটবেন তিনি। আর সে কাজটি করতে গিয়েই প্যারালাইজড হয়ে পড়লেন হবু বর।
মেগ বললেন, ব্রেট সাঁতার কাটতে গেলেন। হঠাৎ করেই আমার বন্ধু কেলসে বললেন, ব্রেট এভাবে সাঁতরাচ্ছে কেন? ও এভাবে ভেসে রয়েছে কেন? স্বাভাবিক বলে কিছু মনে হলো না। সে যেন নির্বোধের মতো কিছু একটা করে যাচ্ছে পানিতে।
কেলসি ছিলেন পেশায় একজন নার্স। তিনি অস্বাভাবিক বিষয়টা খেয়াল করলেন। তিনিই ব্রেটকে তুলে আনতে গেলেন। আনার সময়ও নাকি ব্রেট পানিতে কেবল ভাসছিল। ব্রেট নড়াচড়া করতে পারছিল না।
ব্রেট গ্রিনফিল্ডকে পানিতে উঠিয়ে নেওয়া হলো ফোর্ট মাইয়ার্সের প্যারামেডিক আর্টিফাইড গ্রিন হিল টু মেমোরিয়াল হসপিটালে। চিকিৎসকরা জানালেন, তার ঘাড়ের নিচ থেকে প্যারালাইজ হয়ে গেছে। এখন বিকলাঙ্গ তিনি। হঠাৎ করেই এমনটা হয়ে গেলো। যেন তিনি বালুতটে জোরালো আঘাত পেয়েছেন মস্তিষ্কে। গ্রিনফিল্ডের এ অবস্থা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
হবু কনে সবাইকে বলছিলেন, এই ১ শতাংশের ওপরই বিশ্বাস আনছি আমি। কারণ এটা ব্রেট। কেউ পারলে সেই করতে পারবে। সে যেকোনো মানুষের ধারণার চেয়েও অনেক বেশি পরিশ্রমী মানুষ।