চলন্ত ট্রেনে চরম হেনস্থার শিকার হয়েছেন ব্রিটেনের এক নারী প্যারালিম্পিক অ্যাথলেট। অ্যানা স্ট্রাইক নামে ব্রিটেনের ওই বিশেষভাবে সক্ষম অ্যাথলেট ইল্যান্ডের কনভেন্ট্রি–তে গিয়েছিলেন একটি বৈঠকে যোগ দিতে। ফেরার সময় ট্রেনের মধ্যে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করেন।
ট্রেনে কর্তব্যরত কর্মীরা অ্যানার জন্য শৌচাগারের ব্যবস্থা করতে পারেননি, উল্টো তাকে পরামর্শ দেন, অ্যানা যেন শৌচাগারের সামনেই প্রকৃতির ডাকে সাড়া দেন। বিষয়টির প্রতিবাদ জানান তিনি। কিন্তু কিছুক্ষণ পরে আর নিজেকে সামলাতে পারেননি তিনি।
এ ব্যাপারে অ্যানা বলেন, ‘ট্রেনের শৌচাগারটা কাজ করছিল না। আমার পক্ষে একা অন্য বগিতে গিয়ে শৌচাগার ব্যবহার করা সম্ভব ছিল না। আমি বারবার কর্মীদের অনুরোধ করছিলাম, যাতে তাঁরা আমার ব্যাগটা একটু ট্রেন থেকে নামতে সাহায্য করেন। তাহলে আমি বগি বদলে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারতাম। কেউ আমাকে সাহায্য করেননি। একটা সময়ের পরে আমি আমার আসনে বসেই মূত্রত্যাগ করে ফেলি। তারপরে লজ্জা, অপমানে আমার মাথা হেঁট হয়ে যায়। বাকি রাস্তাটুকু কারও দিকে মুখ তুলে তাকাতে পারিনি।’ বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন অ্যানা।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল