কানাডার টরেন্টোর চিড়িয়াখানায় বাঘের খাঁচায় টুপি পড়ে গিয়েছিল এক দর্শণার্থীর। আর সেই টুপি আনতে বাঘের খাঁচাতেই ঢুকে পড়েন ওই তরুণী। খাঁচায় ছিল হরি নামের সাত বছর বয়সী একটি বাঘ।
বাঘটি তরুণীকে দেখেই আক্রমণের করার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে উত্তেজনায় ছোটাছুটি করতে শুরু করে। বাঘের খাঁচার প্রথম বেড়া ও দ্বিতীয় বেড়ার মাঝখানে টুপিটি পড়েছিল। বাঘটি বিশ্রাম নিচ্ছিল দ্বিতীয় বেড়ার পিছনে। তাই ওই তরুণী নির্বিঘ্নে টুপি কুড়িয়ে খাঁচার বেড়া টপকে বেরিয়ে যান।
ঘটনার পুরো ভিডিও করেন চিড়িয়াখানারই এক পৃষ্ঠপোষক। ঘটনার জন্য নিরাপত্তাকক্ষীদের দিকেই আঙুল তুলেছেন তিনি। দেখুন সেই ঘটনার ভিডিও-
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা