'গ্যাংগস অফ ওয়াসিপুর' থেকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের 'ডি কোম্পানি'। এমন বহু গ্যাংয়ের কথা আমারা শুনেছি আর সেই সঙ্গে জেনেছি৷ কিন্তু চীনের কুখ্যাত ‘আন্টি গ্যাং’-এর কথা আপনি জানেন। যাদের ভয়ে কাঁপছে চিনের বহু অঞ্চল।
৩০ জন নারীর একটি দল, যাদের গড় বয়স ৫০। কাজ চড়া সুদে টাকা ঋণ দেওয়া। কিন্তু এই পর্যন্ত খুব ভাল ব্যবহার থাকবে। আসল রূপ প্রকাশ পাবে টাকা ফেরত নেওয়ার সময়। যতদিন যাবে বাড়তে থাকবে অত্যাচারের পরিমাণ। প্রয়োজনে জনসমক্ষে নগ্ন পর্যন্ত হতে হয়েছে বহু মানুষকে। এই আন্টি গ্যাংয়ের আতঙ্কেই বর্তমানে আতঙ্কিত চীন।
সম্প্রতি এই গ্যাংকে গ্রেফতার করেছে চীনের পুলিশ। দলের ১৪ জনকে এগারো বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, কোনও ব্যক্তির কাছ থেকে টাকা উশুল করতে চরম ব্যবস্থা গ্রহণ করতেন এই নারীরা। ঋণগ্রহীতার বাড়িতে গিয়ে লাউড স্পিকারে ঘোষণা করতেন তারা। তাতেও কাজ না হলে গ্রহীতাকে বাড়ি থেকে বের করে তার মুখে থুতু দিয়ে দেওয়া হত। এমনকি শারীরিক নির্যাতনের পথেও হাঁটতেন এই আন্টি গ্যাং।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/ তাফসীর