অস্ট্রেলিয়ার স্যার চার্লস গার্ডনার হাসপাতালের জরুরি বিভাগে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন ৩০ বছরের এক নারী। সিটি স্ক্যান করার পর তার ক্ষুদ্রান্তে একটি সরু তারের মতো বস্তু ধরা পড়ে।
চিকিৎসকরা জানান, আড়াই ইঞ্চি লম্বা ওই তারটি আসলে একটি দাঁতের ব্রেসের তার। ওই নারী ১০ বছর আগে দাঁতের ব্রেস ব্যবহার করতেন। যা কোনও ভাবে পেটে গিয়ে ক্ষুদ্রান্তের মধ্যে দু’টি প্যাচ তৈরি করেছিল। পরে তা অপারেশনের মাধ্যমে বের করা হয়।
চিকিৎসকদের এ সংক্রান্ত পর্যবেক্ষণ গতকাল মঙ্গলবার মেডিকেল সাময়িকী বিএজে কেস রিপোর্টে প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/৯ আগস্ট, ২০১৭/ফারজানা