এক টুকরো পাউরুটি খেয়েছিল শুধু। তাতেই বেজায় চটে চোর ইঁদুরকে চরম শাস্তি দিলেন গৃহকর্তা। একে তো রান্না ঘরে অনধিকার প্রবেশ। তারপরে আবার খাবার চুরি। তাই আর শেষ রক্ষা হলো না সেই ইঁদুরের।
ফাঁদ পেতে আসামী ইঁদুরটাকে ধরে ফেলেন গৃহকর্তা। ইঁদুরের চার পা বেঁধে খুব করে মদ্যপান করান। দেশি নয় একেবারে বিদেশি ওয়াইন। মদ্যপান করানোর পর ইঁদুরটিকে পুড়িয়ে মারেন। এখানেই শেষ নয়, শাস্তি দেওয়ার সব দৃশ্য মোবাইলে ভিডিও করেন সেই গৃহকর্তা।
তারপর পোড়া ইঁদুরের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন। তারসঙ্গে লেখেন সব ইঁদুরের সঙ্গে এই ব্যবহারই করা উচিত। দক্ষিণ-পশ্চিম চীনের এই ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর