চুরি করা তার পেশা। এজন্য রাতের আঁধারে ঢুকে পড়েছিল গৃহস্থের বাড়িতে। তবে চুরি করা ভুলে হঠাৎ অালসতা পেয়ে বসে তাকে। ঘরের মধ্যে রাখা খাবার খেয়ে তখন আরও ক্লান্ত হয়ে পড়ে চোর। এরপর ঘুম। অতঃপর কারাগারে। চোর কারাগারে যাবে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু চুরি করতে গিয়ে সেখানেই খেয়ে ঘুমিয়ে পড়ার নজির হয়তো পৃথিবীতে বিরল। আর এই বিরল ঘটানার সাক্ষী হয়ে থাকলো স্কটল্যান্ড।
জানা গেছে, চুরি করতে ঢুকে মূল্যবান অলংকারের সন্ধানে না গিয়ে চোর প্রথমে ঘরের ফ্রিজ খুলে ফেলে। আর সেখানে রাখা মজাদার খাবার দেখে তার জিহ্বায় জল চলে আসে। এরপর পেটভরে সেগুলো খাওয়া শুরু করে। শীতের রাতে খেতে খেতে হঠাৎ তার ঘুম পায়। এরপর নিজের বাড়ি মনে করে পাশের খাটের উপর ঘুমিয়ে পড়ে।
গৃহকর্তা বাড়িতে ফিরলেই চোরের সঙ্গে তার দেখা হয়। যদিও সামনের ব্যক্তি যে চোর, তা বুঝতে সময় লাগে একটু। লাগবে নাই বা কেন। ভদ্রলোক তো দেখেছিলেন, তাঁর বিছানায় আরামে ঘুমোচ্ছে একটা অপরিচিত লোক। সামনে রাখা খাবার দাবার! অতঃপর থানা পুলিশকে খবর দেয় ভদ্রলোকটি। পুলিশ এসে চোরকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব