ব্রিটেনের পথচারী নারীর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেছিল এক ব্যক্তি। সেই ছিনতাইকারীর হাত থেকে নারীকে বাঁচিয়ে দেয় রাস্তার ধারে বসে থাকা এক কুকুর। সিসিটিভিতে এই ঘটনার ক্যামেরাবন্দি হয় যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিসিটিভিতে দেখা গিয়েছে, হলুদ জ্যাকেট পরা এক ব্যক্তি ওই নারীকে ধাওয়া করে। পিছন যেতে যেতেই হঠাত্ই সে নারীর হাত ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে।
রাস্তার ধারে একটা কুকুর বসেছিল। ছিনতাইকারীর হাতে নারী যখন পদর্যুস্ত হয়ে পড়ে তখনই সেই ব্যক্তির দিকে দৌড়ে যায়। আচমকা কুকুরের তাড়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আততায়ী। শুক্রবার ঘটনার ফুটেজ টুইটারে পোস্ট করেছেন এক পুলিশকর্মী।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা