মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক নারী। কিন্তু মোড় নেওয়ার সময় এক বিশালাকৃতির ট্রাক সেখানে হাজির। কিছু বুঝে উঠার আগেই সেই মোটরসাইকেল চলে যায় ওই ট্রাকের নিচে। এরপরও ট্রাক চলতে থাকে বেশ কিছু দূর। অতঃপর ট্রাকটি থামান চালক। কিন্তু অবিশ্বাস্য, তখনও ওই নারী বেঁচে রয়েছেন। শুধু বেঁচে রয়েছেন বললে ভুল হবে, কারণ ট্রাকটি থামানোর পর অক্ষত অবস্থায় ওই নারী ট্রাকের নিচ থেকে বেরিয়ে আসেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে চীনের সাংহাইস্ট একটি মিডিয়ার ফেসবুক পেইজে এটা প্রকাশ করে হয়েছে।
ভিভিও: