আলাস্কার উইলি পোস্ট উইল রজার্স মেমোরিয়াল এয়ার পোর্টের কর্মীরা এমন দৃশ্যের জন্য আদৌ প্রস্তুত ছিলেন না। উত্তর মেরু ঘেঁষা দেশ আলাস্কায় ভোর মানে রীতিমতো ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারেই সম্প্রতি এক আশচর্য দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন বিমানবন্দর কর্মীরা।
খবর অনুযায়ী, রাতের রানওয়েতে সন্দেহজনক কিছু প্রাণীকে ঘুরে বেড়াতে দেখেন বিমানবন্দর কর্মীরা। প্রথমে তারা ভেবেছিলেন, নেকড়ে। কিন্তু ভাল করে দেখে বোঝা যায়, শ্বেতশুভ্র প্রাণীগুলি মেরুভালুক। এই বিরল দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন বিমানবন্দর কর্মীর স্কট ব্যাবকক। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর