জনপ্রিয় হতে মানুষ কত অদ্ভূত ঘটনাই না ঘটায়। এই যেমন আমেরিকার ইউটিউব তারকা লোগান পল করেছিলেন। মৃত মানুষের ভিডিও তৈরি করেছিলেন তিনি। পরে তার মনে হয়েছে, কাজটা ঠিক হয়নি। প্রকাশ্যেই তাই জানিয়েছেন, নিজের কাণ্ডের জন্য লজ্জিত তিনি। টুইটারে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি।
আরো পড়ুন : ২০১৮ সালে বিমানে উঠে ২০১৭ সালে গন্তব্যে পৌঁছালো যাত্রীরা!
জাপানে আত্মহত্যা করা এক ব্যক্তির ভিডিও পোস্ট করেছিলেন লোগান পল ও তার বন্ধুরা। মাউন্ট ফুজি এলাকায় অকিগাহারা জঙ্গলে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। সেখানেই একটি মৃতদেহ খুঁজে পাওয়ার পর ভিডিওধারণ করেন তারা। অনলাইনে ছাড়ার পর সবাই এর তীব্র সমালোচনা শুরু করেন। এটিকে 'অসম্মানজনক' ও ঘৃণ্য' বলেও মন্তব্য করেছেন।
পরে টুইটারে পোস্ট করা ভিডিওতে লোগান বলেন, 'আমি আমার বিচারবুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারিনি। ক্ষমা পাওয়ারও যোগ্য আমি নই।' সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা