ছোট্ট একটা ধাঁধা। যা সমাধান করতে গিয়ে তোলপাড় হল টুইটার। সেই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছে একটা টুইট। টুইটটিতে লাইক পড়েছে প্রায় তিন লক্ষ। শেয়ার হয়েছে ৯৫ হাজারেরও বেশি বার। আর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে।
৩ জানুয়ারি সেই ধাঁধাটি টুইট করেন নিউ ইয়র্কের অ্যালবানির বাসিন্দা ব্রেট টার্নার। ব্রেট পেশায় একজন শিক্ষক। ব্রেট জানান, প্রথমে তার ক্লাস ওয়ানে পড়া ছেলের কাছে এই ধাঁধার উত্তর জানতে চেয়েছিলেন। ছেলের উত্তর শুনে তাজ্জব বনে যান তিনি। কারণ ছেলের উত্তর ছিল ‘মৃত্যু’।
‘সব কিছুর শুরু আর শেষ’ কী হতে পারে? বছর ছয়-সাতেকের সন্তানের কাছ থেকে এমন উত্তর পেলে বাবা-মা অবাক হবেন স্বাভাবিক। শিশুটির উত্তর এবং ধাঁধার প্রকৃত উত্তর নিয়ে এখনও জোর চর্চা চলছে টুইটারে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর