ভারতের কেরালার বাসিন্দা হরিকৃষ্ণ নায়ার এখন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কারণ তিনি আপাতত কোটিপতি। আবুধাবি বিমানবন্দরের ‘বিগ টিকিট’ লটারিতে তিনি জিতেছেন ১২ মিলিয়ন দিরহাম। যার মূল্য ২১ কোটি টাকা।
৪২ বছরের হরিকৃষ্ণ নায়ার, দুবাইয়ের একটি বাণিজ্যিক সংস্থায় কর্মরত। যিনি ২০০২ সাল থেকে পরিবার নিয়ে আমিররাতে বসবাসরত। তিনি জানান, ‘এর আগেও দু’বার লটারির টিকিট কেটেছিলাম, কিন্তু একবারও কপালে জোটেনি কোটিপতির তকমা’।
কিন্তু এবার সত্যি সত্যি তিনি হয়ে গেলেন কোটিপতি। তিনি আরও জানান ‘জেতার খবর জানানোর জন্য যখন ফোন আসে, আমি ভেবেছিলাম প্র্যাঙ্ক কল, কিন্তু পরে মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না।’
আগামী ৫ ফেব্রুয়ারি তিনি হাতে পেতে চলেছেন ২১ কোটি টাকা। তবে কি করবেন এতগুলো টাকা নিয়ে, তা এখনও ঠিক করে উঠতে পারেননি। যদিও পরিবার নিয়ে বিশ্ব সফরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর