অন্য প্রাণীকে বিপদে দেখলে সাহায্য করে ডলফিনরা। জীববিজ্ঞানী হিসেবে এ সম্পর্কে জানতেন নিউ জিল্যান্ডের সার্ফার ন্যান হাউসার। তবে তিমিও যে একই কাজ করে থাকে, তা হয়তো জানা ছিল না তার। বর্তমানে এমন ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিউ জিল্যান্ডের থেকে অল্প দূরে প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত কুক আইল্যান্ডে সার্ফিং করছিলেন ন্যান। সঙ্গে ছিলেন তার বন্ধুরা। সার্ফিংয়ের পর স্কুবা ডাইভ করে পানির নীচেও পৌঁছে যান। কিছু সময় পর তীব্র ধাক্কা অনুভব করেন তিনি। ঘুরে দেখেন বৃহৎ আকার এক নীল তিমি ধাক্কা দিয়ে ঠেলছে ন্যানকে। প্রথমে ভয় পেয়ে গেলেও, মুহূর্তেই বুঝতে পারেন কারণ।
ন্যানের থেকে সামান্য দূরত্বেই দেখা যায় একটি হাঙরকে। কিউয়ি সার্ফারের বুঝতে অসুবিধা হয়নি, হাঙরের হাত থেকে বাঁচাতেই তাকে দূরে ঠেলছে তিমিটি।
এ ব্যাপারে ডেইলি মিররকে দেয়া সাক্ষাৎকারে ন্যান জানিয়েছেন, ‘আমি ভয় পেলেও কোনো প্রতিক্রিয়া দেইনি। তা করলে হয়ত তিমিটাও ভয় পেত।’
তিনি আরও জানান, একটা নয় আসলে দু’টো তিমি তাকে সাহায্য করেছিল। ‘অপর তিমিটি লেজ দিয়ে হাঙরকে সরিয়ে দিচ্ছিল’ ঘটনার কথা মনে করেন ন্যান।
বিপদ থেকে দূরে চলে আসার সময় তিমি ও ন্যানকে দেখতে পান বাকিরা। মুহূর্তেই ক্যামেরাবন্দি করা হয় সেই দৃশ্য। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ