চলন্ত গাড়ির বনেটে উঠে উচ্চস্বরে চেঁচাচ্ছেন এক গ্রামবাসী। সেই সঙ্গে মুখে স্লোগান, তাদের দাবি মানতেই হবে। এদিকে গাড়িও চলছে দুরন্ত গতিতে। চালক একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বিক্ষোভকারীর এমন আচরণে তার অবস্থা তখন অসহায়। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর রামনগরের।
শেষ পর্যন্ত গাড়ি থামে। গাড়ি থেকে নামেন চালক। নামানো হল বিক্ষুব্ধ গ্রামবাসীকেও। ঘটনাস্থলে তখন মেলা ভিড়। হাজির পুলিশ কর্মকর্তারাও। বাকি বিক্ষোভকারীরাও গাড়িকে ধাওয়া করে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীর দাবি গাড়ির চালক সেই সরকারি কর্মচারী মেনে নিয়েছিলেন কি না জানা নেই। তবে পুলিশ জানিয়েছে, দু’জনেই একে অন্যের নামে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার সকাল থেকেই রামনগরের বিডিও অফিসের সামনে নিজেদের দাবি নিয়ে বসেছিলেন জনাকয়েক গ্রামবাসী। গ্রামে শৌচাগার তৈরির সরকারি অনুদানের দাবি জানাতেই বিক্ষোভ শুরু করেছিলেন তারা। অভিযোগ ছিল, বিডিও পঙ্কজ কুমার গৌতম অফিসের ভিতরে থাকলেও বাইরে এসে তাদের দাবি শোনেননি।
সেই ভাবেই কেটে যায় কয়েক ঘণ্টা। শেষে অফিসের বাইরে বার হন বিডিও। এবং গ্রামবাসীদের দিকে না তাকিয়েই প্রায় ঝড়ের গতিতে অফিস থেকে কয়েক পা দূরে পার্ক করা তার গাড়ির দিকে ছুটে যান। বিডিওকে অনুসরণ করেন বিক্ষোভকারীরাও।
পুলিশ জানিয়েছে, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কয়েকজন আবার বসে পড়েন গাড়ির সামনেই। গাড়ি চলতে শুরু করলেই ব্রিজপাল নামে এক গ্রামবাসী ঝাঁপিয়ে গাড়ির বনেটে উঠে যান। কোনও রকমে বনেট আঁকড়ে ধরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্রিজকে নিয়েই গাড়ি পাড়ি দেয় প্রায় চার কিলোমিটার রাস্তা। শেষে গাড়ি থামিয়ে নিস্তার পান বিডিও।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর