আসিফা ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে উত্তাল গোটা ভারত। কাশ্মীরের সেই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে কন্যাকুমারী পর্যন্ত। এরই মধ্যে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে ঘটল এমন এক ঘটনা, যা সকলকে একই সঙ্গে লজ্জিত ও অবাক করা দিয়েছে।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। পাকিস্তানের লাহোরে সামনে থাকা একটি গাড়িকে জায়গা করে দেওয়ার জন্য একটি বাস বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে। অভিযোগ, তখন এক বাইক চালক বাসের ভিতর থাকা এক যুবতীকে দেখে হস্তমৈথুন করতে শুরু করে দেয়।
ঘটনার প্রতিবাদ করেন সেই যুবতীর এক বন্ধু। তার উত্তরে ওই ব্যক্তি জানায়, তার শরীর নিয়ে তিনি যা ইচ্ছা করতে পারে। এভাবে ৪-৫ মিনিট তর্কাতর্কি চলার পর বাসটি চলে যায়। ইতোমধ্যে সেই ‘বিকৃতকাম’ সেই ব্যক্তির ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর