জলহস্তির মলের বিষে আফ্রিকার মারা নদীতে মাছ মারা যাচ্ছে বলে গবেষণায় জানা গেছে। বিজ্ঞানীদের রিপোর্ট বলছে, নদীতে প্রচুর জলহস্তি থাকার ফলেই সেখানে মাছ বেশিদিন বাঁচছে না। কারণ, জলহস্তিদের বর্জ্য পদার্থ ও পানিতে তাদের অবাধ চলাফেরা মাছদের গতিকে রোধ করছে।
এ ব্যাপারে দ্য ক্যারি ইনস্টিটিউট অফ ইকোসিস্টেম স্টাডিজের ইকোলজিস্ট ইম্মা রোজি জানিয়েছেন, মারা নদীতে বসবাসকারী জলহস্তিদের ওজন মিলিয়ে পানির আয়তন অনেক কমে যাচ্ছে। এছাড়া প্রতিদিন তাদের মল-মূত্রত্যাগের ফলে নদীর পানি দূষিত হচ্ছে। কমে যাচ্ছে অক্সিজেনের পরিমান ও পুষ্টিকর খাবার।
এদিকে ৩ বছরের সমীক্ষা বলছে, নদীতে মোট ১৭১টি জলহস্তি বসবাস করে। বিশেষকরে নদীর মাঝখানে একসঙ্গে থাকতে ভালোবাসে জলহস্তিরা। ঘণ্টার পর ঘণ্টা তারা পানিতে থাকে, ফলে নির্গত মল-মূত্র সবই জলের সঙ্গে মিশে যায়।
বর্জ্য পদার্থের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো নদীর পানির অক্সিজেনের পরিমান কমিয়ে দেয়। মিথেন, হাইড্রোজেন সালফায়েড, অ্যামোনিয়া, কার্বন-ডি-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস পানির সঙ্গে মিশে মাছদের পক্ষে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।
এছাড়া খাবারের অভাবেও মাছরা মারা যাচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৮/ ওয়াসিফ