১৪০ বছর বেঁচে থাকে ‘গুইডাক’ নামে এক ধরনের সামুদ্রিক ঝিনুক। যুক্তরাষ্ট্র সন্নিহিত নোনা জলে এই ঝিনুক মিললেও চীন বা কোরিয়ার মতো দেশে খাবার হিসেবে এর বিপুল চাহিদা রয়েছে। এদের দীর্ঘ আয়ু বিস্ময়কর। গড়পড়তা একশ ৪০ থেকে দেড়শ বছর বাঁচে এই ঝিনুক। এই জীবনকালের মধ্যে পাঁচশ কোটি ডিম পাড়ে একটি স্ত্রী গুইডাক।
এর খোলস অংশটি সাধারণত ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। কিন্তু মাংসল শরীরটি বেরিয়ে থাকে লম্বা হয়ে। মোটামুটিভাবে সাড়ে ৩ ফুটের কাছাকাছি দীর্ঘ হয় এই অংশটি। তবে সাড়ে ৬ ফুট দীর্ঘ গুইডাকও মাঝে মাঝে দেখা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার