সম্প্রতি ভারতের গাজিয়াবাদে ছেলে হয়নি বলে নিজের তিন মাসের কন্যাসন্তানকে মেরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছিল এক মা। এমন ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ছড়িয়েছে চাঞ্চল্য। আর এবার নেদারল্যান্ডে অর্থ চোরাচালানের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বাসার ওয়াশিং মেশিনে পাওয়া গেল বিপুল পরিমাণ নগদ অর্থ।
দেশটির রাজধানী আর্মস্টারডামের পশ্চিম অঞ্চলে অবৈধ অভিবাসীদের খোঁজে পুলিশের এক অভিযানে পাওয়া যায় এ অর্থ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিউনিসিপাল কর্তৃপক্ষ জানতে পারে, ওই বাড়িটিতে কেউ থাকেন না। যখন পুলিশ বাড়িটিতে তল্লাশি চালায় তখন ওয়াশিং মেশিনে লুকানো অবস্থায় তিন লাখ ৫০ হাজার ইউরো (৪ লাখ ডলার) পায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার