তন্ত্রসাধনায় সাফল্যের নামে ভয়ানক নৃশংস এক ঘটনা ঘটে গেল। এক ব্যক্তি তার শ্বাশুড়িকে হত্যা করলেন শুধুমাত্র তন্ত্র সাধনার সাফল্য পাওয়ার জন্য। এই ঘটনাটি ঘটেছে ভারিতের রাঁচিতে।
শুধু হত্যা করেই শেষ নয়, একই সঙ্গে তিনি শ্বাশুড়ির রক্তও পান করেন। ফালিন্দ্র লোহরা নামের ৩০ বছরের ওই ব্যক্তির শাশুড়ির নাম শাকুরি দেবী। অভিযুক্ত ব্যক্তির শ্বশুর ঘটনার পর দিন সকালে ৪৫ বছরের স্ত্রীর নিথর দেহ দেখতে পান। দেহটি রক্তাপ্লুত ছিল।
সন্দেহের তালিকায় থাকা মেয়ের জামাইকে খুঁজতে থাকে পুলিশ। কারণ ঘটনাটি ঘটার পরই বাড়িতে থেকে তিনি বেপাত্তা হয়ে যান তিনি। পুলিশের হাতে ধরা পড়ে সেই জামাই স্বীকার করেছে তন্ত্রবিদ্যায় উচ্চক্ষমতা পাওয়ার জন্য শ্বাশুড়িকে তিনি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাকে খুন করার পর তাঁর রক্ত পান করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত