নববর্ষ বরণে মধ্যরাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ১২টি আঙুর খায় স্প্যানিশরা। তাদের বিশ্বাস, নতুন বছরে এটি তাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এ বছর স্প্যানিশ রীতিতে নববর্ষ পালন করতে গিয়ে মারা গেছে তিন বছর বয়সী এক শিশু। এক ঘণ্টা চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন। স্পেনের গিজন শহরে এ এ ঘটনা ঘটেছে।
ওই শিশুটি অভিবাসী হিসেবে ইকুয়েডর থেকে পরিবারের সঙ্গে স্পেনে এসেছিল। ঘড়ির কাঁটা মধ্যরাত ১২টা ১২ বার আঘাত করার সঙ্গে সঙ্গে দ্রুত আঙুর খেলেও স্প্যানিশরা সাধারণত সন্তানদের এটা করতে দেয় না। কারণ এত দ্রুত আঙুর খাওয়া শিশুদের জন্য কঠিন।
চিকিৎসকরা বলেছেন, মসৃণ আকৃতির কারণে দ্রুত আঙ্গুর খেলে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আঙ্গুর সহজেই শ্বাসনালী আটকে দিতে পারে এবং এটি সরিয়ে নেয়াও কঠিন। এজন্য চিকিৎসকরা শিশুদের খাওয়ানোর আগে আঙুর কেটে নেয়ার পরামর্শ দেন।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ফারজানা