যেসব দেশের মানুষ অবকাঠামোগত উন্নয়নে কর দিতে বেশি আগ্রহী তার তালিকা প্রকাশ করেছে ব্যাসেল ইনস্টিটিউট অব কমনস ও ইকোনোমিক্স৷ সেখানে দেখা গেছে এই তালিকার শীর্ষে রয়েছে জার্মানি৷ ১৪টি দেশের সেই তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।
তালিকাটি তৈরি করতে ব্যাসেল ইনস্টিটিউট অব কমনস অ্যান্ড ইকোনোমিক্স ও জাতিসংঘ যৌথভাবে কাজ করেছে৷ ১৪১টি দেশের ১৬ হাজার অধিবাসীর মতামতের ভিত্তিতে এই জরিপ করা হয়। সূচক ধরা হয়েছে ১ থেকে ১০-এর মধ্যে৷
শীর্ষ দেশ জার্মানি
বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অতিরিক্ত করের বোঝা বহনকারী দেশগুলোর মধ্যে জার্মানি দ্বিতীয় শীর্ষ অবস্থানে৷ ১৫ শতাংশ বেশি কর দিতে হয় এই দেশের জনগনকে৷ তারপরও দেশের অবকাঠামোগত উন্নয়নে কর দিতে আগ্রহী জার্মান জনগণ৷ জরিপে ১০ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে জার্মানি।
দ্বিতীয় দেশ কম্বোডিয়া
ব্যাসেল ইনস্টিটিউটের করা তালিকার দ্বিতীয় দেশ কম্বোডিয়া। কৃষি ও পর্যটন নির্ভরশীল এই দেশটির অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত না হলেও জনগণের কর দেয়ায় আগ্রহীদের ভিত্তিতে তারা বেশ ভালো অবস্থানে রয়েছে। জরিপে দেখা গেছে ৬ দশমিক ৭ পয়েন্ট পেয়েছে দেশটির জনগণ।
ছোট দেশের বড় অর্থনীতি
অস্ট্রিয়া ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। মাত্র ৮৩ হাজার বর্গ কিলোমিটারের এই দেশটি অর্থনৈতিকভাবে উন্নত ইউরোপীয় দেশগুলোর মধ্যে বেশ উপরেই রয়েছে। আর দেশটির অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়বার মতো। সেই দেশের জনগণ অবকাঠামোগত উন্নয়ণ কর দিতে আগ্রহী বলে ৬ দশমিক ৪ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে তারা।
তালিকায় কসোভো!
সার্বিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করেছিল ২০০৮ সালে। এর ২ বছর পর পশ্চিমা বিশ্বের স্বীকৃতি মেলে। ছোট একটি দেশের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ, প্রতি বর্গকিলোমিটারে ২২০ জন বসবাস করে এই দেশে। কিন্তু ব্যাসেল ইনস্টিটিউটের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি। ৫ দশমিক ৬ পয়েন্ট পেয়েছে দেশটির জনগণ।
বাংলাদেশ পঞ্চম!
এমনিতেই প্রচলিত আছে, কর দিতে অনাগ্রহীদের তালিকায় নাকি শীর্ষে রয়েছে বাংলাদেশের জনগণ! চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের আয় ধরা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা, যার অন্যতম উৎস ভ্যাট। গত বছর এই খাতে ঘাটতি ছিল ১ লাখ ২১ হাজার ২৪২ কোটি টাকা। অর্থাৎ ৫০ শতাংশ কম।। অথচ বাংলাদেশের জনগণের অবকাঠামোগত কর দেয়ায় আগ্রহ খুবই প্রশংসনীয়। ১০-এর মধ্যে সাড়ে ৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।
সহিংসতার মধ্যেও কর দানে আগ্রহী
ব্যাসেল ইনস্টিটিউটের এই তালিকায় সবচেয়ে বিস্ময় জাগিয়েছে আফগানিস্তান। তালেবান হামলা, জঙ্গি সংঘাত সব ছাপিয়ে দেশটির জনগণ কর বিষয়ক আগ্রহের কারণে পেয়েছে ৫ দশমিক দুই পয়েন্ট। পাকিস্তানও পেয়েছে ৫ দশমিক ২ পয়েন্ট।
ছোট দেশের বেশি আগ্রহ
ব্যাসেল ইনস্টিটিউটের জরিপ বলছে, ছোট ছোট ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর জনগণই নাকি অবকাঠামোগত উন্নয়ন কর দিতে বেশ আগ্রহী৷ নেপাল, বসনিয়া-হারজেগোভিনা, আলবেনিয়া, সার্বিয়ার মতো দেশগুলো্র জনগণের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়নে কর দিতে বেশ আগ্রহী। এই দেশগুলো ৪ দশমি ৯ থেকে চার পর্যন্ত পয়েন্ট পেয়েছে।
কর দিতে অনিচ্ছুক!
দেশের মানুষ অবকাঠামোগত উন্নয়নে কর দিতে আগ্রহী নয়, এমন দেশের তালিকায় আছে মন্টেনেগ্রো, ব্রাজিল এবং মেসিডোনিয়া৷ এই তিন দেশের জনগণের পয়েন্টের তালিকা তিনের ঘরে৷ এখানে মন্টেনিগ্রো ৩ দশমিক ৯, ব্রাজিল ৩ দশমিক চার এবং মেসিডোনিয়া ৩ দশমিক ২ পয়েন্ট পেয়েছে। আগামী মার্চ মাসে ব্যাসেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে।
বিডি প্রতিদিন/কালাম