নিজের ছয় বছর বয়সে ক’টা কাজ ঠিক মতো করতে পারতেন আপনি? অথচ জিয়াং হংকিকে দেখুন। চীনের এই শিশু এর মধ্যেই হেয়ার ড্রেসিংয়ের চোখ ধাঁধানো দক্ষতায় সবাইকে তাক লাগিয়ে দিছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জিয়াং হংকির একটি ভিডিও। সেই ভিডিও জিয়াংকে দেখা যাচ্ছে অসাধারণ দক্ষতায় একজন নারীর চুল কাটতে। মাত্র ছয় বছর বয়সেই রীতিমতো পাকা হেয়ার ড্রেসারের মতো মন দিয়ে নিজের কাজ করে চলেছে সে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে জিয়ানের এই ভিডিও। নিজের কাজের প্রতি দায়বদ্ধতার জন্য জিয়াংকে প্রশংসা করতে ভোলেননি নেটিজেনরা।কিন্তু মাত্র ছয় বছর বয়সে কী করে এমন দক্ষতা অর্জন করল জিয়াং?
জানা যায়, পেশাগত ভাবে জিয়াংয়ের বাবা-মাও সেলুন কর্মী। তাই জন্ম থেকেই সেলুনের পরিবেশেই বড় হয়েছে সে। সেখান থেকেই এই অসাধারণ দক্ষতা অর্জন করতে পেরেছে জিয়াং। চুল স্ট্রেট বা ট্রিম করা অথবা ব্লো-আউট দেওয়া এখন তার কাছে নিতান্তই ‘বাঁ হাতের খেল’। সূত্র : আনন্দবাজার
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন